এস.কে হাসান ::
আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাস্টার অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় ক্লাস্টারের ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস পালন, শিশু জরিপ, বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি, স্মার্ট নোটবুক-২০২৪, উপকরণ তৈরী, শিক্ষক সহায়িকা পর্যালোচনা, এসএমসি গঠন, শ্রেণি শিক্ষক তৈরি, মাসিক রিটার্ন পুরণ, ক্লাশ রুটিন প্রণয়ন, জাতীয় পতাকা উত্তোলন ও নামানো, পতাকার রঙ ঠিক থাকা, সকল শ্রেণির পাঠ্যবই পড়া নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে ২০২৪ সালের সকল পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে প্রণয়ন করতে নির্দেশনা প্রদান করা হয়। যাতে নতুন শিক্ষা বর্ষে সাবলীল ভাবে পাঠদান করা সম্ভব হয়। সভায় শিক্ষকদের মধ্যে বকচর স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শীতলপুর স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, ঘুঘুমারী স্কুলের প্রধান শিক্ষক সাইফুজ্জামান বক্তব্য রাখেন। ক্লাস্টার অফিসারের পক্ষ থেকে শিক্ষকদের মধ্যে বিজয় ফুল কোর্টপিন বিতরণ করা হয়।
##