তাসলিম হুসাইন রিফাত ::
আজ ১১ই জানুয়ারী রোজ সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা মিনি মার্কেট সংলগ্ন মেসার্স মামুন মটরস্ এ বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেড এর সাতক্ষীরা শাখার শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে মামুন মটরস্ এর প্রোপ্রাইটর এস কে মামুন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি এন্ড মোটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি এন্ড মোটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লিমিটেড এর মার্কেটিং ডিরেক্টর জনাব আখতার আহামদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক আমিনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন বাংলাদেশে এমন কোন জেলা উপজেলা নেই যেখানে মোটর চালিত যান ইজি বাইকের চলাচল নেই, তবে এদের সুস্পষ্ট ও সঠিক লাইসেন্স না থাকার কারণে পৌরসভা বা সিটি কর্পোরেশনের আওতায় সামরিক লাইসেন্স নিয়ে চলাচল করতে হয়, যাতে তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যার সমাধানে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক গড়ে তুলে বিআরটিএর মাধ্যমে স্থায়ী লাইসেন্স এর ব্যবস্থা করতে হবে। তারই লক্ষ্যে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আবুল কালাম কোর্টে রিট করেন ও এই সমস্যা সমাধানের জন্য বিআরটিএর উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এবং প্রয়োজনে এই সংগঠনের স্বেচ্ছাসেবক দ্বারা জেলার মোড়ে মোড়ে যানজট নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি আরো বলেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোন যানবাহন বিক্রয়ের বা চলাচলের অনুমতি থাকলে তার লাইসেন্সের ব্যবস্থা থাকতে হবে।
##