নাজমুল আলম মুন্না ::
দেবহাটা উপজেলা যুব ফোরামের এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলার সাগরসাহা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তৈমাসিক সভায় সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের দেবহাটা উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ আল আমীন। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাস্টার কো অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। অনুষ্ঠানে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও যুব ফোরামের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত ও
জেলা সমন্বয়কারী মাসুদ রানা। সভায় উপজেলার ৫ টি ইউনিয়নের ফোরাম সদস্যবৃন্দের অংশগ্রহনমুলক পদ্ধতি অনুসরন করে একটি কর্ম-পরিকল্পনা প্রনয়ন করা হয়। প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের লক্ষে স্থানীয়ভাবে পর্যায়ক্রমে এই কর্ম-পরিকল্পনা অনুসরণ করা হবে।