পলাশ কর্মকার ::
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে আড়ম্বর পূর্ণ ভাবে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
গত ১৬ ডিসেম্বর বিকেলে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা আক্তার।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী, খুলনা প্রকৌশল বিশ্ববদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বাসুদেব চন্দ্র ঘোষ, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুমবিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী এহসানুল হাবিব প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়র ডেপুটি ডাউরেক্টর লতিফা আহমেদ, মিনিস্ট্র অব ফরেন এফিয়ার্সের পরিচালক লোকমান হোসেন, সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক শেখ মো. ফরহাদ হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধ ইদ্রিস আলী হাওয়লাদার ।
অধ্যাপক লোকমান হোসেন ও অধ্যাপক মনিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সানজিদা আক্তার ত্বোহা। কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম সিদ্দিক- উজ-জামান।
##