পলাশ কর্মকার ::
কপিলমুনিতে আর ওয়ান মোটর সাইকেল ক্রয় করে না দেওয়ায় পিতার উপর অভিমান করে এক স্কুল ছাত্র গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে। সে কপিলমুনি শহরতলীর নগরশ্রীরামপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা শেরআলী ফকিরের ছেলে ডায়মন্ড ফকির (১৫)। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গত রবিবার রাতের কোন এক সময় তার শয়ন কক্ষে সব জানালা দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সোমবার দুপুরে হরিঢালী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই সঞ্জিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ তার শয়ন কক্ষের জানালার গ্রিল কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হয়েছে। সে কপিলমুনি সহচরী বিদ্যা মিন্দর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।
##