পলাশ কর্মকার ::
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, আ’লীগ সরকার সব সময় দক্ষ খেলোয়াড় তৈরীতে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে থাকে। এক জন দক্ষ খেলোয়াড় দেশ ও জাতীর সম্পদ। নিজেদেরকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে ভালো খেলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুনী খেলোয়াড়দের বিশেষ মর্যাদার আসনে স্থান দিয়ে থাকেন। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে খেলার মাঠে ফিরতে হবে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে শরীর চর্চা হয়, তাতে শরীর ও মন ভালো থাকে। কপিলমুনিতে শুক্রবার বিকাল ৪ টায় সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত রায় সাহেব বিনোদ বিহারী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
রায় সাহেব বিনোদ বিহারী জনকল্যাণ ট্রাস্টে’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলামিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সাবেক প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ারদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান (কে কে এস পি)’র আয়োজনে টুর্ণামেন্টে’র পৃষ্ঠপোষকতায় রয়েছে রায় সাহেব বিনোদ বিহারী জনকল্যাণ ট্রাস্ট’। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন, ফুটবল ম্যাচ পরিচালনা করেন রাজু আহমেদ। উদ্বোধনী ম্যাচে বয়রা তরুণ সংঘ ও মেহেরাব ফুটবল একাদশের মধ্যেকার খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। শেষে টাই-ব্রেকারে মেহেরাব ফুটবল একাদশ ৪-১ গোলে বয়রা তরুণ সংঘকে হারিয়ে টুর্নামেন্টে জয়ের শুভ সূচনা করে। দু’দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতামূলক এই খেলাটি দেখতে বিপুল সংখ্যক ফুটবলমোদী দর্শক এদিন মাঠে উপস্থিত ছিলেন।