এস,কে হাসান ::
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরেরর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ এস এম আতাহার আলী, উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পিআইও মোঃ সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীগণ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।