কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সংসদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন।
হজ্জের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (২৯ মার্চ) রাত দেড় টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি অবতরণ করেন। তিনি বিমান বন্দরে পাসপোর্টের সকল দাপ্তরিক কাজ শেষ করে রাত ৩ টার দিকে সরকারি বাসভবন ঢাকার ন্যাম ভবনে পৌঁছান।
তালা- কলারোয়া সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন জানান, হজ্জব্রত পালন করাটা অত্যন্ত ভাল লাগা ও মানসিক প্রশান্তি লাভের অনুভূতি।
তিনি আল্লাহ তালায়ার দরবারে তালা- কলারোয়াবাসী সহ সকল আপনজনদের জন্য প্রাণ খুলে দোয়া প্রার্থনা করেছেন। আগামীকাল রোববার ২ এপ্রিল তার নিজ সংসদীয় এলাকা তালা-কলারোয়ায় আসার কথা রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, ফিরোজ আহম্মেদ স্বপন এমপি গত ২০ মার্চ পবিত্র ওমরাহ হজ্জ পালনে সৌদি আরবের মদীনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বলে জানা যায়।
##