এস কে হাসান ::
আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা বলেন, আমি সাতক্ষীরা-০৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব মরহুম মাওঃ রিয়াছাত আলী বিশ্বাসের গর্বিত ছেলে। আশাশুনি উপজেলায় আমার পিতার অসম্পন্ন কাজ গুলো সম্পন্ন করতে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছি। আমি নির্বাচিত হতে পারলে উপজেলায় সরকারী যে বরাদ্দ আসবে তা প্রত্যেকটি সেক্টরে শতভাগ সুষ্ঠ ভাবে বল্টন করা হবে। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে এ উপজেলার নদীর বেড়ীবাঁধ ভাঙ্গন কবলিত এলাকার বেড়ীবাঁধ পূর্ণ নির্মানে পানি উন্নয়ন বোর্ড ও জাইকার সাথে যোগাযোগ করে নতুন করে বেড়ীবাঁধ নির্মান করা হবে। জনগনের ভোটে আমি যদি ঐ চেয়ারে বসতে পারি তবে এ উপজেলার মানুষ যাতে মান সম্মান নিয়ে চলাচল করতে পারে তার নিশ্চয়তা দেওয়া হবে। উপজেলার মফস্বল এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং দৃশ্যমান কিছু উন্নয়ন মূলক কাজ করা সহ জনগনের সেবা করে যাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। মত বিনিময় কালে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক এস কে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, সদস্য বাহবুল হাসনাইন, জগদীশ চন্দ্র সানা, শাহাজান হাবীব সহ মাওঃ নুরুল আবছার মুরতাজা’র ছেলে আনিছুর রহমান, সফর সঙ্গী আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।