স্টাফ রিপোর্টার ::
বৃহস্পতিবার (১৬ মে) উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপি-ইইউ প্রকল্পের আশাশুনি উপজেলার কুল্যা শাখার আওতায় কুল্যা ইউনিয়নের কচুয়া কমিউনিটি ক্লিনিকে গাইনী ও শিশু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন ডাঃ প্রসুন কুমার (আবাসিক মেডিকেল অফিসার)। স্বাস্থ্য ক্যাম্পে মোট ১১৫ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও স্যানেটারি ন্যাপকিন প্রদান করা হয়। টেকনিক্যাল অফিসার -নিউট্রেশন জনাব মোঃ আব্দুল মতিন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির (পিসি), মোঃ রিপন আহমেদ (বিএম), শারিফুর রহমান(চয়ন) এটিও-নিউট্রেশন ও সিএনএইচপি প্রমুখ।