বি. এম. জুলফিকার রায়হান ::
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তালায় মঙ্গলবার (২১ মে) দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। এবারের তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহন করে। ১৫জন প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারনায় এউপজেলায় ভোট উৎসব শুরু হয়।
স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের ব্যপক তদারকীর মধ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে তালা উপজেলার ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহন হয়। এউপজেলার ১২টি ইউনিয়নে নারী ও পুরুষ মিলিয়ে ২ লক্ষ ৬৬ হাজার ২৩৪জন ভোটার রয়েছে। এরর মধ্যে ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাাধিকার প্রয়োগ করেছে বলে একটি অসমর্থীত হিসাব সূত্রে জানা গেছে।
ভোট গ্রহন শেষে এদিন সন্ধ্যা থেকে উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এরিপোর্ট লেখাকালীন (মঙ্গলবার রাত সাড়ে ৯টা) ৩পদের প্রার্থীদের প্রাপ্ত ফলাফল ঘোষনা চলছিল।
স্থানীয় সূত্র থেকে সংগৃহিত তথ্যে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার কাপ পিরিচ প্রতিক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তিনি এউপজেলার বর্তমান চেয়ারম্যান এবং এনিয়ে টানা ৪র্থ বারের মতো বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতিক নিয়ে ৩২ হাজার ৬৭৮ ভোট পেয়েছেন। অপরদিকে সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম প্রায় ২৭ হাজার ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিযার হোসেন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল ব্যপক ভোটে এগিয়ে রয়েছেন এবং তাদের বিজয়ী হবার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
##