আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান এই শ্লোগানকে সামনে রেখে ২৯ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সচিব ডাঃ এস.এম. সাখাওয়াত হোসেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আবদুল্লাহ আল আজাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান কাজল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার আবু হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।