এস কে হাসান ::
আশাশুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডাঃ এস এম নাইম হোসেন নয়ন, পিআইও মোঃ সোহাগ খান। সভায় এসআই শ্যামা প্রসাদ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সরমীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।