বি. এম. জুলফিকার রায়হান ::
তালার হাজরাকাটী গ্রামে ৯ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩ জুন) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বাল্যবিবাহে নিষেধাজ্ঞায় মোচেলকা গ্রহণ করা হয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক ঐ মেয়েকে তার পিতা-মাতার কাছে তুলে দেয়া হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, আটারই জেয়ালা নলতা হাজরাকাটী (এজেএইচ) বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীর সাথে খুলনার ফুলতলা এলাকার এক যুবকের বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে সেখানে হাজির হন তালা থানা পুলিশের একটি টীমসহ মহিলা বিষয়ক কার্যালয়ের স্টাফবৃন্দ। এ ঘটনায় সোমবার তাদেরকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে উভয় পক্ষের কাছ থেকে পক্ষ বাল্যবিবাহে নিষেধাজ্ঞায় মোচেলকা গ্রহণ করা হয় এবং ঐ মেয়েকে তার পিতা-মাতার কাছে তুলে দেয়া হয়।
###