এস কে হাসান ::
আশাশুনিতে প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপ “আমরা ঘন্টা বাজাই” একই সময় ঘন্টাধ্বনী বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলা বাংলাদেশের শিশুরা। রবিবার (৯ জুন) বেলা ১১টায় একই সঙ্গে, একযোগে বাংলাদেশের শিশুরা এক মিনিট ধরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করলো।
we ring we bel নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদশের প্রতিবন্ধী ও অ—প্রতিবন্ধী শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢাল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসন আওয়াজ তুলে প্রতীকি এ কর্মসূচী পালন করেছে। এ বছর we ring we bel এর মূল বার্তা হল: “আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক”। যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন সকল শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচী পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারণ কর্তৃপক্ষের মনযোগ আকর্ষণ করলো।
আশাশুনি উপজেলার কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বেলা এগারটা থেকে এগারটা এক মিনিট পর্যন্ত একযোগে ঘন্টাধনী বাজায় শিশুরা। এ কর্মসূচীতে বিশিষ্টজন ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মধ্যে কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ দে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নানসহ কমিটির অন্য সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাসিদ (ভারপ্রাপ্ত) ও অন্য শিক্ষকবৃন্দ, বলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, স্থানীয় সাংবাদিকসহ বিদ্যালয়র শিক্ষক মন্ডলী, অভিভাবক, বিশিষ্টজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবিশ্বব্যাপি এই কার্যক্রমটি একইভাবে উদযাপন করেছে প্রতিবন্ধী ও সাধারণ স্কুলগামী শিক্ষার্থীরা। তারা তাদের স্কুলের আঙ্গিনায় একত্রিত হয় ১ মিনিটব্যাপি বেল ও ড্রাম বাজিয়ে অসাধারণভাব কোলাহল তৈরী করে। এই কর্মসূচীর মাধ্যমে তারা প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে গমন প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য নীতি—নির্ধারক ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করলো।
ক্যাম্পেইনটি নেদারল্যান্ডস্ ভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশনের একটি উদ্যোগ যা বাংলাদেশের কৌশলগত অংশীদার সেটার ফর ডিজ্যাবল্ড ইন ডেভলপমেন্ট (সিডিডি) সারাদেশে পালন করেছে। বাংলাদশের প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান ও সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য লিলিয়ান ফাউন্ডেশন সিডিডি—কে সহায়তা করছে এবং সিডিডির স্থানীয় অংশীদার সংগঠন আইডিয়াল এর মাধ্যমে সাতক্ষীরায় তা বাস্তবায়ন করছে। বাংলাদেশ ও সারা বিশ্বে সহায়তা বাড়ানা প্রয়োজন। এসব স্কুল প্রতিবন্ধী শিশুদের জন্য আক্ষরিক ও চরিত্রগতভাবে আরও বেশি প্রবেশগম্য হওয়া প্রয়োজন। শিক্ষক ও শিক্ষা উপকরণ যেন প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করতে পারে এবং শিক্ষা প্রতিবন্ধী শিশুরও মৌলিক অধিকার সেটা যেন সকলে অনুধাবন করে।