কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে তিনি এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ,সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক মাস্টার দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মো. আনোয়ার হোসেন, কে এম আনিছুর রহমান, আউব হোসেন, সুজাউল হক, পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, রাসেল হোসেন, সেলিম হোসেন,সোহাগ হোসেন, রাব্বি প্রমুখ। এসময় নবাগত ইউএনও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র সমাজের দর্পন, সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানান। সবশেষে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে একইদিন ইউএনও মাসফিকা হোসেন কলারোয়া উপজেলার ১২জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন বলে তিনি জানান।
##