বি. এম জুলফিকার রায়হান ::
তালায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা- নাগরিক উদ্যোগ’র আয়োজনে, ইউরোপীয় ইউনিয়ন ও খ্রীশ্চিয়ান এইড’র সহযোগীতায় বুধবার (১২জুন) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। নাগরিক উদ্যোগ’র বিভাগীয় সহকারী সমন্বয়কারী পালাশ দাশ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটরিনারী সার্জন ডা. মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, যুব উন্নয়ন অফিসার মো. মনিরুজ্জামান ও সমাজ সেবা অধিদপÍরের শিশু সুরক্ষা স্বেচ্ছাসেবক মো. আব্দুস সোবহান।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত আলোচনা সভার দ্বিতীয় পর্যায়ে সভাপতিত্ব করেন, উপজেরা অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান। জেলা স্বেচ্ছাসেবক শিল্পী দাশ’র পরিচালনায় এসময় এএনসি সদস্য প্রভাষক এস.আর. আওয়াল, চায়না দাশ, দলিত কমিউনিটি নেতা প্রবীর দাশ, জুয়েল সরকার, উত্তম কুমার ও মেনোকা দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় কমিউনিটি প্রতিনিধিরা তাদের জীবনমান উন্নয়নে বৈষম্য ও এলাকার অনুন্নয়নের তথ্য এবং জনগোষ্ঠীর উন্নয়নে জরুরী করনীয় বিষয়ে দাবী তুলে ধরেন।
###