বি. এম. জুলফিকার রায়হান ::
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তালা উপজেলার শহীদ কামেল মডেল হাইস্কুল ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকালে পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, জেলা কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ প্রমুখ। অপরদিকে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, অত্র হাইস্কুলের প্রধান শিক্ষক ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, মহান্দী প্রগতি স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন মন্ডল, শিক্ষক আব্দুর রব, সেলিনা খাতুন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় ‘সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ জুন) তালা শিল্পকলা একাডেমিতে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় ও সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
###