বি. এম. জুলফিকার রায়হান ::
নারীর অধিকার রক্ষায় দলিত নারী এবং কিশোরীদের ভূমিকা শিরোনামে তালায় নারী ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া দলিত নারী এবং কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয বেসরকারি সংস্থা- দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) পাওয়ার প্রোগ্রামের মাধ্যমে এই সমাবেশ আয়োজন করে। সমাবেশের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় সমাবেমে ৯০জন দলিত নারী ও কিশোরী অংশগ্রহন করে।
বুধবার ( ১২ জুন) সকারে তালার শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শামিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন, ডিইএফ’র নির্বাহী পরিচালক দিপালী দাশ। প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, শিক্ষক কার্তিক চন্দ্র সরকার, নিহার রঞ্জন বিশ^াস, শিরিনা আক্তার, শাহানারা পারভীন, শেখ মিজানুর রহমান।
সমাবেশে দলিত নারী ও কিশোরীদের অধিকার রক্ষায় কে- কি ভূমিকা রাখতে পেরেছে সেবিষয়ে অংশগ্রহনকারীরা গ্রুপ ওয়ার্ক করেন। এছাড়া মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী দলিত নারী ও কিশোরীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের উপর চলমান বৈষম্য, বৈষম্য দূরিকরণ এবং সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকান্ডে বর্তমান প্রেক্ষিতে নিজেদের অনুভূতি তুলে ধরেন। সমাবেশ নারী ও কিশোরীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ সহ কাবাডি খেলায় অংশগ্রহন করে।
##