বি. এম জুলফিকার রায়হান ::
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলা, বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা ও স্থানীয় তহবিল গঠনের দাবী বাস্তবায়নের জন্য তালা উপজেলা পর্যায়ে মাল্টি এ্যাকটর প্লাটফর্ম (ম্যাপ) কমিটির পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টায় তালা উপজেলায় অ্যাওসেড এর প্রকল্প অফিসে অ্যাওসেড এর উদ্যোগে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায়, সিডিআরএফআই প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যাপ এর তালা উপজেলা আহবায়ক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রকল্প ম্যানেজার হেলেনা খাতুন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ম্যাপ’র কো- কনভেনর প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মো. আবু হাসান, সদস্য সচিব সাংবাদিক জুলফিকার রায়হান, প্রভাষক রনজিত সরকার, প্রভাষক এস আর আওয়াল, রুপকার এনজিও এর নির্বাহী পরিচালক মো. মোশারফুজ্জামান ইমন, ইউপি সদস্য ফিরোজা বেগম, জালালপুর প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মো. একরাম হোসেন, এ্যাডভোকেসী ও লার্নিং অফিসার বাহরুল আলম এবং ফিল্ড অফিসার চায়না দাশ প্রমুখ। সভায়- জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি, সাইক্লোন রেমাল এর ক্ষয়-ক্ষতি এবং ঝড়ের নতুনত্ব বিষয়ে আলোচনা হয়।
###