এস কে হাসান ::
আশাশুনিতে গ্যাস ট্যাবলেট খেয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
অন্তঃসত্ত্বা ওই গৃহবধুর নাম তাসলিমা খাতুন (২৫)
সে উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইসমাইল সরদারের স্ত্রী ও কুল্যা গ্রামের মুনসুর সরদারের মেয়ে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয় এবং শুক্রবার ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাসলিমার বাবা জানান, বৃহস্পতিবার তাসলিমা শশুর বাড়ি থেকে বুধহাটা বাজারে আসে এবং সেখান থেকে কয়েকটা গ্যাস ট্যাবলেট কিনে খায় পরবর্তী পেটের ব্যাথা শুরু হলে বাহাদুরপুর শ্বশুরবাড়ি গিয়ে ছটফট করতে থাকে। সেখান থেকে তাকে প্রথমে চিকিৎসকের কাছে ও পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদস হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন । তিনি আরো জানান তার পেটে ৮ মাসের একটি ছেলে সন্তান ছিল। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।পরবর্তীতে তার শ্বশুরবাড়ি বাহাদুরপুর গ্রামে তাকে দাফন করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, প্রাথমিকভাবে আমরা সুলতাহাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে আজ শুক্রবার লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
##