এস কে হাসান ::
আশাশুনি উপজেলার কাপসন্ডায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বাদ জোহর গার্ড অব অনার ও জানাযা নামাজ শেষে মরহুমকে দাফন করা হয়।
উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মরহুম আত্তাপ উদ্দীন সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান (৭২) শুক্রবার (১৪ জুন) দিবাগত রাত্র ১২ টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। শনিবার বাদ জোহর কাপসন্ডা ঈদগাহ ময়দানে মরহুমকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এবং একই স্থানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।