এস কে হাসান ::
কুখ্যাত রাজাকার পুত্র ডালিম বাহিনীর হাত থেকে খাজরা বাসি বাঁচতে চায়, লোনা পানির হাত থেকে খাজরা বাসি কৃষি জমি বাঁচাতে চায় সংবলিত রং বে-রংয়ের প্ল্যাকার্ড হাতে নিয়ে লোনা পানি উত্তলনের প্রতিবাদে আশাশুনিতে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় আশাশুনি জনতা ব্যাংক মোড়ে খাজরা ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাজরা ইউপির সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা, খাজরা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ শামছুল আলম, মোঃ কামাল হোসেন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহ নেওয়াজ ডালিম পানি নিষ্কাশনের নাম করে নদীর বেড়ীবাঁধ ছিদ্র করে খালে লোনা পানি উত্তলন করে যাচ্ছে। মৎস্য ঘের করার ফন্দি এটে নদীর বেড়ীবাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে খালে লোনা পানি উত্তলন করে যাচ্ছেন তিনি। এতে করে লোকালয়ের পানি নদীতে নিষ্কাশন হওয়া তো দূরের কথা, উল্টো মৎস্য ঘেরে লবনাক্ত পানি উত্তলন করা হচ্ছে। ইতিমধ্যে খালের তীরবর্তী ধান চাষের বিল লবণাক্ত পানিতে ডুবে গেছে। বক্তাগন আরও বলেন, সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম একাধিক হত্যা, ধর্ষণ, গুম, লুটপাট ও জবরদখল মামলার আসামি। তিনি চেয়ারম্যান থাকাকালীন তার দলীয় লোকজন দিয়ে খাজরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি খাস খাল জবর দখল করে রেখেছেন। খালে নেট পাটা ও বাঁধ দিয়ে নদীতে লোকালয়ের পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি করে রেখেছেন। ইতিপূর্বে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। সম্প্রতি আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম খালের নেট পাটা অপসারণসহ নদীতে লোকালয়ের অতিবৃষ্টির পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করায় বিপাকে পড়ে যায় সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সহ একটি কুচক্রী মহল। খাজরা ইউনিয়নবাসীকে ভুল বুঝিয়ে পানি নিষ্কাশনের কথা বলে নদীর লবণাক্ত পানি খালে তুলে নতুন করে মৎস্য ঘের করার ফন্দি ফিকির করে যাচ্ছে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ খাস খাল উন্মুক্ত সহ নদীর বেড়ীবাঁধ ছিদ্র করে লবণাক্ত পানি উত্তোলনের জন্য সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠিত দীর্ঘ মানববন্ধনে কুখ্যাত রাজাকার পুত্র ডালিম বাহিনীর হাত থেকে খাজরা বাসি বাঁচতে চায়, লোনা পানির হাত থেকে খাজরা বাসি কৃষি জমি বাঁচাতে চায় সংবলিত রং বে-রংয়ের প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ। এসময় খাজরা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণ করেন।