আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় টাউনশ্রীপুর বাজারের ঈদগাহ ময়দানে দেবহাটার সর্বস্তরের জনগণের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের বুলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহসিন, সদস্য সচিব হাবিবুল্লাহ, আব্দুল মজিদ, মো. মোসলেম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউনশ্রীপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা মো. মহিউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।