ইব্রাহিম খলিল ::
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই আল রায়হান (১৪)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আল ইমরান খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রফিকুল ইসলাম জানান, দুপুর একটার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করছিল আল ইমরান ও আল রায়হান। এসময় আকষ্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে আল ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।