নাজমুল আলম মুন্না ::
কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের তিনদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়েছে। ০৮ আগষ্ট রবিবার সকাল সাড়ে ৯ টায় অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও সাতক্ষীরা জেলা উদিচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়।
প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।