এস.কে হাসান ::
আশাশুনির কাদাকাটি দরগাহপুর ও কুল্যা ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কুল্যা ইউনিয়নের বিভিন্ন স্লুইস গেট, মোকাম খালি স্লুইচগেট এর পানি নিষ্কাশন ব্যবস্থা করেন। পরে বন্যা দুর্গত তেতুলিয়া, যদুয়ারডাঙ্গা, কাদাকাটি হলদে পোতা, কচুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও বন্যা দুর্গতদের খোঁজখবর নেন। এসময় কুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল হুদা, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস কে মাহবুবুর রহমান, স্থানীয় মেম্বার উত্তম কুমার সানা ও ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব ইয়াকুব আলী প্রমুখ তার সাথে ছিলেন।