নাজমুল আলম মুন্না ::
দেবহাটা উপজেলা যুব ফোরামের তিনদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা যুব ফোরামের ৩ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ সুচনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান এবং স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়। প্রশিক্ষণে দেবহাটা উপজেলার ০৫ টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
##