স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরায় বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠণ ভালোবাসার মঞ্চ। বিকেলে নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় একশো পরিবারের মাঝে চাউল ও সবজি বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ভালোবাসার মঞ্চের সদস্য তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম। সকলের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার আহব্বান জানান সংগঠণটির জেলা শাখার সভাপতি আকরামুল ইসলাম সাধারণ ও সম্পাদক আব্দুল মতিন।
তারা বলেন, বৃষ্টি ও বাঁধ ভাঙা পানিতে তলিয়ে গেছে তালা উপজেলার অধিকাংশ অঞ্চল। সকলকে অসহায় হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান সংগঠণের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেন, ভালোবাসার মঞ্চের সদস্য আবু সাঈদ, শাহিদুর রহমান,ওলিউজ্জামান, সোহাগ হোসেন, ইয়ারুল, শিক্ষক হামিদুল খাঁন, তোহা খান, জহুর হোসেন সাগর, আনোয়ার হোসেন সহ আরও অনেকে।
##