নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীন জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করনে ২ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক চত্তরে সকল বৈষম্য ও দ্বৈতনীতির অবসানপুর্বক আরইবি-পবিস একীভূতকরণ এবং সকল চুক্তিভিত্তিক এবং কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) চুঃ দাঃ মোঃ নুরুল আলম, এজিএম ( প্রশাসন) মোঃ জাহিদ হাসান, এজিএম (আইটি) আরিফুল ইসলাম, এজিএম (ওএন্ডএম) মোঃ মনজুরুল আক্তার, এজিএম (এমএস) মোঃ সাইফুল ইসলাম, ডিজিএম ঝাউডাঙ্গা জোঃ অঃ রকিবুল ইসলাম, ডিজিএম আশাশুনি জোঃ অঃ নৃপিন্দ্র নাথ বিশ্বাস, ডিজিএম (কারিগরি সদর) মকছেদুল মমিনসহ শতাধিক বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
##