আর.কে.বাপ্পা, দেবহাটা ::
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আহবায়ক কমিটি ২০২৪-২০২৫ গঠন করা হয়েছে। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির কার্য্যালেয় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। এই সংগঠনে ঢাকায় কর্মরত দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার নাগরিকেরা উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। সকলের মতামতের ভিত্তিতে মোঃ খাইরুল ইসলাম জীবনকে আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়। যুগ্ম আহবায়ক হিসেবে আছেন যথাক্রমে ব্যাংকার মাজহারুল আনোয়ার, আনোয়ার হোসেন, রিয়াজুল ইসলাম (হাসা), আজগার আলী ও বাকী বিল্লাল। সদস্য সচিব হিসেবে তাহাজ্জাত হোসেন হিরু নির্বাচিত হন। এছাড়া সদস্য হিসেবে
১). মোঃ আবুল কালাম – দেবহাটা ইউনিয়ন
২). মোঃ রাজিব আহম্মেদ – ঐ
৩). মোঃ দেলওয়ার হোসেন – ঐ
৪). মোঃ মহিউদ্দীন – নওয়াপাড়া ইউনিয়ন
৫). মোঃ রাজু আহম্মেদ – ঐ
৬). মোঃ সুমেন কবির – ঐ
৭). মোঃ মাজনুর রহমান – সখিপুর ইউনিয়ন
৮). মোহাম্মদ রাশেদ আলী – ঐ
৯). মোঃ ফারুক হোসেন – ঐ
১০). মোঃ আরিফুজ্জামান
পারুলিয়া ইউনিয়ন
১১). মোঃ আসাবুর রহমান আসাদ – ঐ
১২). মোঃ শামীম আহম্মেদ সুমন – ঐ
১৩). মোঃ আল ইমরান টগর – কুলিয়া ইউনিয়ন
১৪). মোঃ জাহিদুল ইসলাম – ঐ
১৫). মোঃ মহসিন আলী – ঐ
# গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটিঃ
আহবায়ক- মোঃ তাহাজ্জত হোসেন (হিরু)
সদস্য সচিব- মোঃ সাইফুল্লাহ মির্জা শামীম
সদস্য-
১). এড. মাহমুদুল আলম শাহিন, গ্রাম-সখিপুর।
২). মোঃ আরিফুল ইসলাম, গ্রাম-নাংলা নওয়াপাড়া।
৩). প্রভাষক মোঃ আলমগীর হোসেন, গ্রাম-চর রহিমপুর।
৪). মোঃ খায়রুল বাশার, গ্রাম-বালিয়াডাঙ্গা।
# সাধারণ সদস্য সংগ্রহ উপ-কমিটিঃ
আহবায়ক- মোঃ রিয়াজুল ইসলাম (হাসা)
সদস্য সচিব- মোঃ আনোয়ার হোসেন
সদস্য-
১). মোঃ নজরুল ইসলাম, গ্রাম-পারুলিয়া।
২). মোঃ মনজুর হাসান সুমন, গ্রাম-পারুলিয়া।
৩). মোঃ সফিউল আহসান পলাশ, গ্রাম-পারুলিয়া।
৪). মোঃ আসাদুজ্জামান মুকুল, গ্রাম-পারুলিয়া।
৫). মোঃ মাহবুর হোসেন, গ্রাম-সখিপুর।
৬). এসকে আবু আল মাহামুদ (সুমন)- সুশীলগাতি।
৭). মোঃ ওসমান ফারুক বকুল, গ্রাম-কুলিয়া।
এই কমিটির মাধ্যমে ঢাকায় বসবাসরত ও কর্মরত সকলে মিলে এলাকার বিভিন্ন উন্নয়ন করাসহ সামাজিক কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করা হবে বলে জানানো হয়।