আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৪ পালিত হয়েছে। রবিবার ৭ অক্টোবর সকাল ১১টায় রেলি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি সচিব খালিদ হোসেন, নওয়াপাড়া ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবুল খায়ের প্রমুখ। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশারসহ বিভিন্ন ইউপি সচিব ও ইউপি সদস্য /সদস্যারা উপস্থিত ছিলেন।