বি. এম. জুলফিকার রায়হান ::
শনিবার (১৯ অক্টোবর) বিকালে রাড়–লী ষষ্ঠীতলা মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রাড়–লী ইউএফডি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেকহ্যামের তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে আশাশুনির কুন্দুুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের শামীম, হাসানুর ও বিদেশী খেলোয়াড় চার্চ একটি করে গোল করে। রেফারির দায়িত্ব পালন করেন মোঃ রাজু আহমেদ এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মিনার ও উত্তম দাশ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
##