বি. এম. জুলফিকার রায়হান ::
রিচার্জ ইনেশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে, হোপ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তালা প্রাণি সম্পদ অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সভায় সভাপতিত্ব করেন হোপ প্রকল্পের সিএসও কমিটির আহবায়ক সাংবাদিক বিএম জুলফিকার রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রিইব’র হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ।
প্রকল্প কর্মকর্তা রেহেনা খাতুন’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সদস্য সচিব শেখর চন্দ্র দাশ,সিএসও সদস্য স্বপ্না বিশ^াস, তারেক সরকার, নারায়ন রায়, রিনাা বিশ^াস, হোসনেয়ারা খাতুন, খাদিজা খাতুন ও হারুন-অর-রশিদ সহ প্রকল্পভুক্ত ইউনিয়ন ও গ্রামের সিএসও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, হোপ প্রকল্পের অধিনে সিএসও সদস্যরা গ্রামের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠী সহ সংশ্লিষ্ট সকলের জন্য সমান মর্যাদা রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধ সহ প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করবে ।
###