বি. এম. জুলফিকার রায়হান ::
তালার বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের প্রকল্প সমাপনী কর্মশালা মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরোজা আক্তার বানু। উত্তরণের প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সমবায় অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, তালা থানার এসআই খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, সরদার জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ কামরুল ইসলাম লাল্টু, সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান, উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার প্রমুখ। এসময় ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি ক্লিনিকের সেবাদাতা সরকারি কর্মকর্তা ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, ৩ বছর মেয়াদি ১০ কোটির অধিক টাকা ব্যায়ে বাস্তবায়িত প্রকল্পে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্যানিটারী ন্যাপকিন বিতরন, বাল্য বিবাহ প্রতিরোধ সহ প্রচার কার্যক্রম করা হয়।
###