স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল-এর খুলনা বিভাগের শ্রেষ্ট রোভার কমিশনার মনোনীত হয়েছেন সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: ইমদাদুল হক।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, ঢাকা কর্তৃক ২০২৩-২০২৪ বর্ষে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস কমিশনার অধ্যক্ষ (অব.) মো: ইমদাদুল হককে দ্বিতীয় বারের মত নির্বাচিত করা হয়।
২০২১-২০২২ বর্ষেও তিনি খুলনা বিভাগের শ্রেষ্ট রোভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন।
অধ্যক্ষ ইমদাদুল হক ১৯৮৯ সাল থেকে অদ্যবধি স্কাউটস আন্দোলনের সাথে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত। তিনি স্কাউটস আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য ২০০০ সালে সার্টিফিকেট , ২০০১ সালে ন্যাশনাল সার্টিফিকেট, ২০০৬ সালে মেডেল অব মেরিট, ২০১০ সালে বার টু মেডেল অব মেরিট, ২০১৫ সালে লং সার্ভিস অ্যাওয়ার্ড, ২০১৮ সালে সি.এন.সি অ্যাওয়ার্ড পদে ভূষিত হন।
জনাব হক ২০১৮ সাল থেকে অদ্যবধি বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি ১৯৮৯ সালে রোভার স্কাউটসের বেসিক কোর্স , ১৯৯৯ সালে এ্যাডভান্স কোর্স, ২০০২ সালে স্কীল কোর্স, ২০০৩ সালে কাব স্কাউট বেসিক কোর্স সম্পন্ন একজন সফল স্কাউটার।
অধ্যক্ষ (অব.) মো: ইমদাদুল হকের এই সফলতার জন্য সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস-এর সম্পাদক এস.এম আছাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা অভিনন্দ ও শুভেচ্ছা জনিয়েছেন।
####