বি. এম. জুলফিকার রায়হান ::
তালায় মুক্তি ফাউন্ডেশন’র বিএমজেড-পিটি প্রকল্পের ১০২ জন উপকারভোগীর মাঝে প্রকল্পের লাইভলিহুড ইনপুট সহায়তা বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। এউপলক্ষ্যে বুধবার (১৩ নভেম্বর) সকালে এক অনুষ্ঠান মুক্তি ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা বিএমজেড ও ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়।
মুক্তি ফাউন্ডেশন’র পরিচালক গোবিন্দ ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসের এমদাস হোসেন, মুক্তি ফাউন্ডেশন’র সমন্বয়কারী সুনন্দা ভদ্র, প্রকল্প ব্যবস্থাপক, মো. আশরাফুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা উত্তমকুমার ঘোষ ও রাজিব কুমার দাশ প্রমুখ।
মুক্তি ফাউন্ডেশন’র বিএমজেড-পিটি প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যা’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুকরপালন ও বাজারজাত করণ ট্রেডের ৩৭ জনের প্রতিজনকে ১৫ হাজার ১৩৫টাকা করে, মেলে মাদুর বুনন ও বাজারজাত করণ টেড্রের ৫০ জনের প্রতিজনকে ১৫ হাজার টাকা করে এবং বাঁশের পণ্য তৈরি টেড্রের ১৫ জনের প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ১০২ জন উপকারভোগীকে ১৪ লক্ষ ৫৯ হাজার ৯৯৫ টাকা প্রদান করা হয়।
##