পলাশ কর্মকার ::
খুলনার কপিলমুনির রামনগরের মানিকতলা বাজারে দীর্ঘ ৪০ বছরের ভোগদখলীয় ৫টি দোকান ভাংচুর, লুটপাট করে ও দখলের চেষ্টা করেছে স্থানীয় একটি ভূমিদস্যু গং। ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ভূক্তভোগীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লিখিত অভিযোগে প্রকাশ, ১৭ নভেস্বর রবিবার কপিলমুনি রামনগর গ্রামের মানিকতলা বাজারের রিজাউল ইসলাম, মোহাম্মদ আলী গাজী, আব্দুল হান্নান শেখ, রনজিৎ শীল, মিন্টু সরদার, অভিরাম শর্মা, অসিত শীল, আজিজুর রহমান ও আবু জাফর গাজীর ভোগ দখলীয় দোকান ঘরে রামনগর গ্রামের মৃত এফান গাজীর ছেলে মোঃ কালাম গাজী, মৃত মোকছেদ সরদারের ছেলে আঃ হামিদ সরদার ও আঃ রশিদ সরদার, আঃ হামিদ সরদারের ছেলে মোঃ নাহিদ সরদার, হাবিবুর গাজী হবির ছেলে মোঃ মাহবুর গাজী, মোঃ মাসুদ খা, কাশিমনগর গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে হামিদুল গাজী, ও মোঃ কামরুল ইসলাম সহ ২০/২৫ জন ভূমিদস্যু পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলকভাবে দলবদ্ধ হয়ে দা, লাঠি, শাবল, লোহার রড, লাফনা, পাঁকা স্থাপনা ভাংগার হামান, হাতুড়ী সহ অন্যান্য সরঞ্জমাদি দিয়ে পাঁকা দোকান ঘর ভেঙ্গে প্রায় ধূলিসাৎ করে দেয়।
ভূক্তভোগীদের অভিযোগ, মোঃ রেজাউল ইসলামের দোকানে থাকা ৬৫ হাজার টাকার মালামাল ও ক্যাশ বাক্সে থাকা ৯৫ হাজার টাকা, আঃ হানান শেখের দোকানে থাকা ৮৫ হাজার টাকার মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা ৭৫ হাজার টাকা, রণজিৎ শীলের দোকানে থাকা ৮৫ হাজার টাকার মালামাল ও ক্যাশ বাক্সে থাকা ৫৫ হাজার টাকা, মিন্টু সরদারের দোকানে থাকা ১ লক্ষ টাকার মালামাল ও ক্যাশ বাক্সে থাকা ৮৫ হাজার টাকা, অভিরাম শর্মার দোকানে থাকা ১ লক্ষ ২০ হাজার টাকা ও ক্যাশ বাক্সের ৬২ হাজার টাকা, অসিত শীল ও আজিজুর রহমানের দোকান থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল ও ক্যাশ বাক্সে ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুটপাট কারীরা নিয়ে যায়। দোকানঘর মালিকরা ভাংচুর, লুটপাটে বাঁধা দিলে তাদেরকে মারপিট ও নির্যাতন করে ও জীবন নাশের হুমকি দেয়।
এ বিষয়ে সরেজমিনে গিয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি, এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।