কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসায় শিক্ষানুরাগী, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল এগার (১১) টায় মাদ্রাসার অডিটোরিয়ামে শিক্ষানুরাগী, অভিভাবক, এলাকাবাসী, দাতা সদস্য, ও শিক্ষকদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলীর সভাপতিত্ত্বে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, লেখাপড়া এবং পরিবেশ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত মাওঃ ওমর আলী, শিক্ষক আঃ গফফার, মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত ডি,জি,এম মোঃ সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুল গফুর খোকন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী, ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, অভিভাবক মোঃ আবুবক্কর সিদ্দিক,গাজী আব্বাস উদ্দীন সহ সকল শিক্ষক ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। সর্ব সম্মতিক্রমে মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং কামিল (স্নাতকোত্তর) তাফসীর বিভাগ খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়, লেখাপড়ার মান বৃদ্ধির জন্য তাগিদ দেন ও মাদ্রাসার ড্রেস কোড তৈরির প্রয়োজয়নীতার উপর গুরুত্ব দেন। মাদ্রাসার বিভিন্ন খাতে অনাদায়ী টাকা আদায়ের বিষয়ে টিম গঠন করা হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী