কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন যুব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে কাশিয়াডাঙ্গা ফুটবল একাদশ। শনিবার বিকাল তিনটায় জালালাবাদ সরকারি প্রাইমারী স্কুল মাঠে,জামায়াত ইসলামি যুব বিভাগের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কাশিয়াডাঙ্গা বনাম শংকরপুর ফুটবল একাদশ। খেলার দুই অর্ধে গোল করে ২-০ গোলের ব্যাবধানে কাশিয়াডাঙ্গা চ্যাম্পিয়ান ও শংকরপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কাশিয়াডাঙ্গার নাঈম, সর্বোচ্চ গোলদাতা জালালাবাদের তপু, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন কাশিয়াডাঙ্গার শিহাব। খেলাটি পরিচালনা করেন সাইফুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন রেজা, আলফাজ, ধারাভাষ্যে ছিলেন শিক্ষক মোঃ আলতাফ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক মোঃ আহসান হাবীবের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দূর্নীতি দমন কমিশনের পরিচালক ডঃ খান মোঃ মিজানুল ইসলাম সেলিম, আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখার আমীর মাওঃ কামরুজ্জামান,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু, সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ এরশাদ হুসাইন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এরফান আলী,মোঃ জাহিদ হোসেন, আফতাব হোসেন, সেবার আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন, ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুব সমাজ কে দ্বীনি পথে এব সৎ পথে পরিচালিত করার সহ শারিরীক সুস্থতা, মননশীল ভাবে গঠনের মাধ্যম খেলাধুলা, তার অন্যতম অংশ ফুটবল।