পলাশ কর্মকার ::
কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, জায়গা দখলসহ নানান অনিয়মের অভিযোগে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের অংশ গ্রহনে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কপিলমুনির প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু’র নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক সন্তোষ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজায়েত গাজী, হরিঢালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর সাফায়েত হোসেন (সাবান আলী), সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়ার্দার, ফসিয়ার রহমান, মইনুল হোসেন, নাজমুল, আলাউদ্দীন ঢালী, রায়হান, আঃ কুদ্দুস, জলিল বিশ্বাস, ফতু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।