অনলাইন ডেস্ক ::
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে। তাদের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। এ নিয়ে ফিফার দেওয়া ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার দ্য বেস্ট জিতেছেন মেসি। তবে সেরা ১১ ফুটবলারের তালিকায় জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।
এদিকে সেরা গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।