বি. এম জুলফিকার রায়হান ::
তালা উপজেলা মহিলা বিষযক অধিদপ্তরের আয়োজনে, মা ও শিশু সহায়তা কর্মসূচী বিষয়ক পরিবার পরিকল্পনা সহকারীদের (এফডব্লিউএ) দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন।
তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন। উক্ত প্রশিক্ষণে পরিবার পরিকল্পনা বিভাগের ৪৮ জন এফডব্লিউএ অংশগ্রহন করেন।
###