পলাশ কর্মকার ::
খুলনার কপিলমুনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৮ টায় কপিলমুনির বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাইকগাছা উপজেলা প্রশাসন, থানা, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি, কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সাবজেল হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল হোসন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম, যুবনেতা এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, আছাদুজ্জামান ময়না, মোঃ আবু মুছা সরদার, বিএম আকিজ, হুরাইয়া বাদশা, সরজিৎ ঘোষ দেবেন, কাশেম জোয়ার্দার, আনিছ বিশ্বাস, আলাউদ্দীন ঢালী, মোঃ নাজমুল গাজী, আবু সুফিয়ান, শহিদুর রহমান, মিলন, সাইফুল, দিপংকর অধিকারী, ছাত্র নেতা আবু জাফর জাহিদ হোসেন, শান্ত হোসেন, মাসুম লিটু, আঃ মজিদ গাজী, শেখ মুন্না, মোঃ শহিদুল ইসলাম, বনি মোড়ল, বিপ্লব দত্ত, মইনুল গাজী, বাবলু মোড়ল, গফ্ফার গোলদার, বাবলু গাজী, ইদ্রিস খান, মোঃ খোকন গাজী, খোকন তপন সরকার, সালাম সানা, নূর ইসলাম সরদার, আমিনুর সানা, ইব্রাহিম সরদার, শান্ত হোসেন সুমন, হাফিজুল সরদার, ফসিয়ার শেখ, শফিকুল গাজী প্রমূখ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরত কামনায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।