দেবহাটা প্রতিনিধি ::
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু তার নামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। রবিবার তার ইউপি চেয়ারম্যানের প্যাডে লেখা বিবৃতিতে তিনি জানান, তিনি দীর্ঘদিন সুনামের সাথে পারুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে দেবহাটা উপজেলা যুবদলের একটানা ১৮ বছর সভাপতি হিসেবে, পরে দেবহাটা উপজেলা বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য। তিনি বলেন, ২২ ডিসেম্বর সাতক্ষীরার স্থানীয় পত্রিকায় কৃষকদল নেতাকে লাঞ্চিত করার বিষয় নিয়ে তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্নভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সখিপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনি তথা সাতক্ষীরার জনবান্ধব নেতা ডাঃ শহিদুল আলমকে প্রধান অতিথি করে যে সমাবেশের আয়োজন করা হয়েছিল সেটা অপর এক মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ষড়যন্ত্র ছিল যাতে শহিদুল আলমকে হেয় প্রতিপন্ন করা যায়। কারন কৃষকদল ঐ নেতার অনুগত একটি মনগড়া কমিটি যেটা উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন অবগত আছে। গত ২০ ডিসেম্বর সন্ধ্যার পরে সখিপুরে বিএনপি নেতা এবাদুল ইসলামের অফিসে তার উপস্থিতিতে উক্ত সমাবেশকে নিয়ে তিনি (বাবু চেয়ারম্যান)সহ উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান ও কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি প্রমুখ কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাহমুদুল আলম শাহীনকে এবিষয়ে জিজ্ঞাসা করা হয়, এই সমাবেশের বিষয়টি কেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানেনা এর কারন কি? তখন এ্যাডঃ শাহিন এবিষয়ে কোন সদুত্তর না দিয়ে বলে কেন্দ্রীয় নির্দেশে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তখন উপজেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম বলেন, তিনি কোন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে চেনেননা। তখন তিনি (বাবু চেয়ারম্যান) বলেন, ডাঃ শহিদুল আলম ভাইয়ের একটা প্রোগ্রাম হবে এটা যেন হাস্যকর বা মানহানিকর না হয়। তখন তারা বলে, প্রোগ্রাম তারা তাদের মতো করে করবে। এবিষয়ে বাবু চেয়ারম্যান ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে সকলের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক প্রচারনা করে সমাবেশটি করার কথা বলেন। সেসময় তারা রাগান্বিত হয়ে কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানালে কেন্দ্রের নির্দেশে কেন্দ্রীয় কৃষকদলের সহ বন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল গত ২১ ডিসেম্বর শনিবার সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করে কোন অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানায়। তাই তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের হীন মানসিকতা ও রাজনৈতিক ফয়দা লোটার অশুভ অভিপ্রায়ে তার নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে বলে চেয়ারম্যান বাবু জানিয়েছেন। তিনি উক্ত মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।