আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় উপ-সচিব আবুল হাসান স্কুল শিক্ষার্থীদের বাই সাইকেল ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করেছেন। রবিবার ২৯ ডিসেম্বর দুপুর ২টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপদেষ্টার একান্ত সচিব দেবহাটার কৃতি সন্তান আবুল হাসান দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সাইকেল ও হুইল চেয়ার প্রদান করেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। এসময় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।