পলাশ কর্মকার ::
কপিলমুনির পার্শ্ববর্তী মামুদকাটীতে আশ্রায়ন প্রকল্প-২ তে ৪০ ভূমিহীন পেলেন বসত ঘর। সোমবার সাড়ে ১০ টায় আনুষ্ঠনিক ভাবে ভূমিহীনদের মাঝে এই ঘর প্রদান করেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ এস আই সবুজ গাজী, হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য স্মিতা মন্ডল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দার, যুগ্ম সাঃ সম্পাদক শেখ আলামীন হোসেন, মোঃ শহিদুল ইসলাম, গফ্ফার গোলদার, হোসেন আলী, গফ্ফার মজলিশ, আবুল কাশেম, নাজমুল হোসেন, হালিম মোড়ল, রুহুল আমীন, বাবুল গাজী, দিপংকর শিকদার প্রমূখ। প্রসংগত, প্রকল্পের ৪৫ টি ঘরের মধ্যে ৪০ প্রদান করা হয়েছে, বাকি ৫ টি ঘর প্রকৃত ভুমিহীন যাচাই বাছাই করে প্রদান করা হবে বলে জানাযায়।