আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার ঈদগাহ সরঃ প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক, শিক্ষক সমিতি (পিটিএ), স্লিপ প্রণয়ন কমিটি ও সামাজিক নিরীক্ষা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উক্ত বিদ্যালয়ে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন এবং ২০২৪ সালের ৩য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুনীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকবর আলী, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, সাবেক এস.এম.সির সভাপতি হারুন অর রশিদ, সহকারী শিক্ষক আলী ফরহাদ প্রমুখ। স্থানীয় শিক্ষানুরাগী স্বপন কুমার ঘোষ (পঞ্চ) ও মোঃ আক্তারুজ্জামান সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ও সর্বোচ্চ হাজিরার জন্য (বালক-বালিকা) পুরস্কার প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এবরান আলী। শেষে শ্রেণিভিত্তিক সকল শিক্ষার্থীদের রঙিন কাগজের প্রগতি পত্র, প্রতিযোগিতায় এবং বিভিন্ন শ্রেণিতে ১ম ,২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান এবং ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার, প্রগতিপত্র ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়।