আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার পারুলিয়ার খেজুরবাড়িয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ২০২৪ ইং সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল ১১টায় খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে ২০২৪ সালের ৩য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আবু সালেহ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবু সালেহ মুছা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সমাজসেবক আলহাজ্ব হবিবুর রহমান, ইউপি সদস্য নওয়াব আলী, (পিটিএ) সহ-সভাপতি আহম্মাদ আলী, শিক্ষক ইউসুফ আলী, শিক্ষিকা মোহাব্বুত নেছা, সহকারী শিক্ষক আশরাফুল আলমসহ অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আশরাফুল আলম। শেষে শ্রেণিভিত্তিক সকল শিক্ষার্থীদের রঙিন কাগজের প্রগতিপত্র, বিভিন্ন শ্রেণিতে ১ম ,২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান এবং ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার, প্রগতিপত্র ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়।