আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় টাউনশ্রীপুর স্কুল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপ-সচিব আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ। স্কুলের সহকারি প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্কুলের প্রাক্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক, অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহদী হাসান কাজল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আজগর আলী, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, দেবহাটা সদর ইউনিয়ন জামায়তের প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম খাঁন, প্রাক্তন ছাত্র আবদুল আজিজ, সজল কুমার, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী, স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু লেখাপড়ায় ভালো হলে হবেনা, লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হতে হবে। আর সেজন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকদেরকে ছেলে-মেয়েদের দিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে প্রগতি পত্রসহ প্রত্যেক শ্রেণীর ১ম,২য়,ও ৩য় স্থান অধিকারীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে।